ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ডলার কেন মোড়ল?


১২ মে ২০২৫ ১৮:১৭

সংগৃহীত

প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা রয়েছে। যা দিয়ে দেশটির নাগরিকরা লেনদেন করে, পণ্য বা সেবা গ্রহন করেন। কিন্তু যখন দুটি দেশের, দুটি ব্যাক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়, তখন সরাসরি আরেকটি পৃথক মুদ্রা বা সেই মুদ্রার তুলনায়, লেনদেন করতে হয়। আর এই তৃতীয় মুদ্রায় হিসেবে দুনিয়াজুড়ে সবচে ব্যবহৃত আর জনপ্রিয় ডলার। আর্থনীতিতে এই পুরো বিষয়কে বলা হয়, মুদ্রা বিনিময় হার। 

 

১৯১০ দশকে স্বর্ণ মাননিয়ন্ত্রিত বিনিময় হার চালু। এ ধরনের মুদ্রাকে বলা হতো স্বর্ণমান মুদ্রা বা কমোডিটি–বেজড মানি। যার কাছে যত স্বর্ণের মজুদ, তার মুদ্রাও তত শক্তিশালী। কারণ তখন পর্যন্ত সোনার দার, বিশ্বব্যাপী সবচে স্থির সম্পদ হিসেবে বিবেচনা করা হতো। ঠিক হয়, এক আউন্স সোনার দাম হবে ৩৫ ডলার। সেই ডলার নোটে লেখা থাকত, এই নোট যার হাতে থাকবে, সে যখন চাইবে তাকে সমমূল্যের স্বর্ণ ব্যাংক দেবে।  

 

তবে দুটি ইস্যুতে এ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। প্রথমটি, স্বর্ণের দামের পত। এদিকে প্রথম বিশ্বযুদ্ধের পর মুদ্রার চাহিদা বাড়লেও সোনার মজুত সে হারে বাড়েনি। এমন বাস্তবতায়, ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক সংকট কাটাতে পর্যাপ্ত স্বর্ণের মজুদ না থাকলেও, দেশগুলো ইচ্ছেমতো ডলার ছাপাতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিকর পাশাপাশি ধাক্কা আসে এশিয়ার অর্থনীতিতেও। এ সময় অবস্থা সামাল দিতে, ১৯৪৪ মাঠে নামে আইএমএফ। এখান থেকেই শুরু ডলারে একচ্ছত্র অধিকারী হবার গল্প। 

 

২য় বিশ্বযুদ্ধের পর ইউরোপের পূর্ণ নির্মাণে এ সময় ‘মার্শাল প্ল্যান’ পরিকল্পনা নেওয়া হয়। ইউরোপিয়ান দেশগুলিকে ডলার সাহায্য দেওয়া হয়। ফলে দেশে দেশে রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের ব্যবহার বাড়তে থাকে। আধিপত্যের সাথে মার্কিন সাবেক প্রেসিডেন্ট নিক্সনের নাম জড়িত। ১৯৭১ সালের ১৫ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন মার্কিন ডলার সোনায় রূপান্তরের ক্ষমতা বাতিল করেন। এই পদক্ষেপকে বলা হয় ‘গোল্ডেন উইন্ডো’ বন্ধ করা। ইতিহাসে এই ঘটনাকে ‘নিক্সন শক’ বলে হয়। কেননা, তখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে সব দেশই তখন বিপদে। তাই দেশ গুলোর কাছ রপ্তানির প্রতিযোগিতা ধরে রাখতে মুদ্রার অবমূল্যায়ন ছাড়া উপায় ছিলোনা। 

 

মুলত একটি দেশ যদি অন্যকোন দেশ থেকে পণ্য-সেবা কিনতে যায়, তবে তার ডলার লাগবে। তার কাছে পর্যাপ্ত ডলার না থাকলে, তাকে আরো ডলার কিনতে হবে। অর্থনীতি প্রধানতম শর্ত চাহিদা। কোন কিছুর চাহিদা বাড়লে তার দাম্ও বাড়বে। তাই ডলারে দাম্ও দেশে দেশে বাড়তে শুরু করে। আর অভ্যন্তরীন মুদ্রা দাম হারাতে শুরু করে। এই প্রক্রিয়াই মুদ্রার অবমূল্যায়ন। 

 

১৯৭১ স্বাধীন হবার পর বাংলাদেশে ডলারের বিনিময় হার ছিল ৭ দশমিক ২৭ টাকা। কিন্তু প্রতিনিয়ত আমদানির করবার প্রয়োজনের বিপরীতে বাংলাদেশের ডলারের প্রয়োজন বাড় থাকে। ডলার কিনতে চাই টাকা। টাকার যেহেতু বৈশ্বিক কোন চাহিদা নিই। তাই দিনদিন দাম হারাতে থাকে টাকা।  

 

শুরুতে বাংলাদেশও তার রিজার্ভ হিসেবে ডলারের পাশাপাশি স্বর্ন রাখতো। তবে ২০০৮ এর বৈশ্বিক মন্দা আর ২০১৯ এর করোনার ধাক্কায় বাংলাদেশও স্বর্ণের উপর নির্ভরশীলতা কমিয়ে আনে। এ কারণে আপনি শুনবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার যে মজুদ তার সিংহভাগ মার্কিন ব্যাংকগুলো ডলার কিনে মজুদ রাখা। আবার ভারত-চীনের সাথে লেনদেন বাড়ায় রুপি- চীনের মুদ্রা্ও কিনে রাখ হয়। কারণ তাদের মুদ্রা দেশে না থাকেল ডলারে লেনদেন করতে হবে। তাতে আরো খরচ বাড়বে।  

 

টাকার মান বাড়াতে হলে উপায়: আমদানি খরচ কমিয়ে রপ্তানী বাড়ানো। সেই সাথে রেমিট্যান্স। এক কথায় ডলারে মজুদ বাড়ানো। যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিলো তখন বাজারে প্রায় ৮৬ টাকায় ডলার কেনাবেচা হতো। তবে রিজার্ভ কমার সাথে সাথেই বাড়তে থাকে ডলারে দাম। মান হারায় টাকা।