ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


আজকের শিশুদের নিয়েই ডেল্টা প্ল্যান বাস্তবায়িত হবে : ডেপুটি স্পীকার


৯ মার্চ ২০২৪ ২২:০৫

সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু বলেছেন, আজকের শিশুদের নিয়েই আগামীর ডেল্টা প্ল্যান বাস্তবায়নের স্বপ্ন বুনছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শিশুরাই আগামীর বাংলাদেশ। শিশুদের দক্ষ কর্মক্ষম মানবসম্পদে পরিণত করে স্মার্ট বাংলাদেশ থেকে উন্নত দেশে পদার্পন করবে বাংলাদেশ।

শনিবার (৯ মার্চ) বাংলা একাডেমিতে শিশু অধিকার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত শিশুর জন্য কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এ কথা বলেন।

শিশু অধিকার বিষয়ক এই কনসার্টে বিভিন্ন স্কুল-কলেজের শিশু-কিশোরগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংকন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা,পাপেট শো, শিশুবান্ধব সিনেমা প্রদর্শন এবং শিশুদের জন্য কনসার্টের আয়োজন করা হয়।

উল্লেখ্যঃ গুড নেইবারস বাংলাদেশের শিশুদের অধিকার সংরক্ষণে কাজ করছে ১৯৯৬ সাল থেকে। শিশুদের অধিকার সংরক্ষণ, নারীর ক্ষমতায়ন, যুবউন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে গুড নেইবারস বাংলাদেশ বর্তমানে বিভিন্ন প্রজেক্টে কাজ করছে।

নতুনসময়/এএম


জাতীয় সংসদ, স্পীকার, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, ডেল্টা প্ল্যান, বাস্তবায়ন