ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


নাটকীয় ম্যাচে বাংলাদেশের রোমাঞ্চকর জয়


৩১ অক্টোবর ২০২২ ০৪:০১

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩ রানের রুদ্ধশ্বাস এ জয়ে আসরটির সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল টাইগাররা।

টস জিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়েকে ১৫০ রানের টার্গেট দেয় টাইগাররা।

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের বলে দুই ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। তাসকিনের করা ইনিংসের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে মোস্তাফিজুর রহমানে ক্যাচে পরিণত হন ওয়েসলি মাধভেরে। নিজের পরের ওভারেই আরেক ওপেনার ক্রেইগ আরভিনকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহোনের ক্যাচ বানান তাসকিন।

তাসকিন আহমেদের তৃতীয় শিকারে মাঠ ছেড়েছেন রেগিস চাকাভা। ১৫ রান করা এই ব্যাটারকে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ বানান তাসকিন। জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৪২ বলে ৬৪ রান করে স্বপ্ন দেখান শন উইলিয়ামস। কিন্তু ১৯তম ওভারে বল করার পর দারুণ এক থ্রোতে এই ব্যাটারকে বিদায় করে ম্যাচ ঘুরিয়ে দেন। এছাড়া ২৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন রায়ার্ন বার্ল। তবে শেষ ওভারের নাটকীয়তায় জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান তাসকিন আহমেদ। দুটি করে উইকেট তুলে নেন মোস্তাফিজুর ও মোসাদ্দেক।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে মুজারবানি ও এনগারাভা ২টি উইকেট নেন।

৪ ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট নেওয়া তাসকিন ম্যাচ সেরা হন।