ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১


শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


৩১ আগস্ট ২০১৮ ০৩:০৩

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি এলাকায় বিল্লাল সরদার (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি এ দন্ডাদেশ দেন। দন্ডিত বিল্লাল সরদার ফুলহরি চরপাড়া এলাকার ইকবাল সরদারের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফুলহরি এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি’র নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ বিল্লালকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহীদুল ইসলাম, আজিজ খান উপস্থিত ছিলেন।