ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


সাগর-রুনি হত্যা মামলার শুনানি কাল


৩ মার্চ ২০২০ ১৮:০৪

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার সবশেষ প্রতিবেদন নিয়ে হাইকোর্টে শুনানি কাল বুধবার (৪ মার্চ)। এরইমধ্যে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা মামলার অগ্রগতি রিপোর্ট জমা দিয়েছে র‍্যাব। তবে, ডিএনএ রিপোর্ট এখনো আসেনি। সোমবার (০২ মার্চ) বিকেলে সাগর-রুনির হত্যা মামলার রিপোর্ট কার্যালয়ে জমা দেয়া হয়। এ হত্যাকাণ্ডে দুইজন অপরিচিত ব্যক্তি জড়িত ছিলেন বলা হয়েছে প্রতিবেদনে।

এর আগে, ৭১ বারের মতো পেছায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। আগামী ২৩শে মার্চ পুনরায় দিন ধার্য করেছেন আদালত। গেল ১০ই ফেব্রুয়ারি আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক ছিল। কিন্তু, সেদিনও মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয় হত্যা মামলাটির তদন্ত সংস্থা র‌্যাব। পরবর্তীতে, ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩শে মার্চ দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাতে রাজধানীতে নিজ বাসায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়