যেখানে যাচ্ছে ক্যাসিনো থেকে উদ্ধারকৃত টাকা ও স্বর্ণ

গত কয়েকদিনে সারাদেশের অবৈধ সব ক্যাসিনো, বিভিন্ন বার ও ক্লাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্যের পাশাপাশি বিপুল পরিমাণে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু প্রশ্ন জাগতেই পারে উদ্ধারকৃত এই বিপুল পরিমান অর্থ ও সোনা কোথায় যাচ্ছে? সূত্র থেকে জানা গেছে, সকল অভিযান থেকে উদ্ধারকৃত টাকা ও সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, ক্যাসিনোতে অভিযানে উদ্ধার স্বর্ণালঙ্কার ও টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তিনি বলেন, অভিযানের পর টাকা ও স্বর্ণালঙ্কার থানায় জমা দেয়া হয়েছে। সেগুলো আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
র্যাব সূত্র জানায়, ক্যাসিনো, জুয়াবাজি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে পরিচালিত শুদ্ধি অভিযানে র্যাব এ পর্যন্ত ২০১ জনকে আটক করেছে। অভিযানে ক্যাসিনো ও জুয়া খেলার সামগ্রী, বিদেশি মদ, অস্ত্র, সিগারেট, বিয়ার, হেরোইন, কষ্টিপাথরের মূর্তিসহ বিভিন্ন সরঞ্জাম, কয়েকশ’ কোটি টাকা, ডলার, এফডিআর ও সঞ্চয়পত্রের কাগজপত্র এবং আট কেজির বেশি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। মতিঝিলে চারটি ও গুলশান এলাকায় একটি ক্ল্যাবের ক্যাসিনোতে অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ দিকে ক্যাসিনো অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘ক্যাসিনোর অভিযানকে নির্মোহভাবে দেখতে হবে। আমরা সব ক্যাসিনো বন্ধ করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নেমেছি। ক্যাসিনোবিরোধী অভিযান মুখ থুবড়ে পড়ার কোনো কারণ নেই। এ অভিযান অব্যাহত থাকবে।’