দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৭
-2024-09-29-09-21-55.png)
দক্ষিণ আফ্রিকার একটি প্রত্যন্ত অঞ্চলে বন্দুকধারীদের নির্বিচার গুলির ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে।
শুক্রবার পূর্বাঞ্চলীয় কেপ প্রদেশের লুসিকিস্কি গ্রামের দুটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা গুলি চালায়। একটি বাড়িতে নিহতদের ১২ জন নারী ও একজন পুরুষ। আর অপর বাড়িতে নিহতদের তিনজন নারী এবং একজন পুরুষ।
আরেকজন ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার পুলিশ। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতরা লুসিকিসিকিতে এনগোবোজানার নিয়াথি গ্রামের বাসিন্দা।
তারা জানান, এক বছর আগে খুন হওয়া মা ও মেয়ের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়স্বজন এবং প্রতিবেশী সবাই ওই বাড়িতে জড়ো হয়েছিল। অনুষ্ঠানের জন্য বিভিন্ন জিনিস এবং উপহারও প্যাকিং করা হচ্ছিল। সে সময়ই হামলা হয়।
বন্দুকধারীরা এসে এলোপাতাড়ি গুলি চালালে নারী ও শিশুসহ সবাই নিহত হয় বলে স্থানীয় মেয়রের বরাত দিয়ে জানিয়েছে নিউজ আউটলেট ডিসপ্যাচ লাইভ।
এ হামলার ঘটনায় ওই গ্রামের বাসিন্দারা বেশ আতঙ্কিত হয়ে পড়েছে। কর্মকর্তারা এ ঘটনাকে ভয়াবহ এবং নৃশংস বলে বর্ণনা করেছেন।
তবে হামলার মূল উদ্দেশ্য এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এমনকি এখনও পর্যন্ত কোনও হামলাকারীকে গ্রেফতারও করতে পারেনি প্রসাশন।
জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় খুনের হার বিশ্বে সবচেয়ে বেশি।
২০২২ সালে ২৭ হাজারের বেশি খুনের ঘটনা ঘটেছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৬ কোটি জনসংখ্যার মধ্যে প্রতি এক লাখে ৪৫ জন হত্যার শিকার হচ্ছেন।