ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


জলবায়ু পরিবর্তন রোধে ব্রাজিলে প্রতিবাদ


২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫৯

ফাইল ফটো

জলবায়ু পরিবর্তন রোধে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে ব্রাজিলে। রোববার (২২ সেপ্টেম্বর) সাও পাওলোর সমাবেশে যোগ দেয় স্থানীয়রা। খবর ডব্লিউআইওএনের।

 

গ্রিনপিসসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি। ব্যানার, প্ল্যাকার্ড হাতে পরিবেশ রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।

 

র‍্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণও করে তারা। স্লোগানে মুখরিত হয় রাজপথ। অক্টোবর পর্যন্ত বিভিন্ন শহরে এই প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছে উদ্যোক্তারা।