ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১


গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৫


১৫ এপ্রিল ২০২৪ ১১:৫৫

সংগৃহিত

ফিলিস্তিনের গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এ হামলা চালানো হয়।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় চালিয়েছে ইসরায়েল এতে ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছেন অনেকে। ইসরায়েলিবিমান হামলা ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ ও আবাসিক ভবন। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে সোমবার (১৫ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী আটজন ফিলিস্তিনিকে আটক করেছে।

এদিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার জালাজাউন শরণার্থী শিবির ও একটি গ্রামে ইসরায়েলিবাহিনীর হামলায় কমপক্ষে ৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

তবে চলমান এসব হামলার মধ্যেই শরণার্থী শিবির থেকে নিজেদের আবাসস্থলে ফিরতে শুরু করেছেন গৃহহারা ফিলিস্তিনিরা।