ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


শেষ পর্যন্ত গ্রেপ্তার খালিস্তান নেতা অমৃতপাল


২৪ এপ্রিল ২০২৩ ০৪:৪৬

শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন খালিস্তান আন্দোলনের নেতা অমৃতপাল সিং। রোববার ভারতের পাঞ্জাব পুলিশ এ তথ্য জানিয়েছে।

পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক সুখচাইন সিং গিল বলেন , ‘আমরা অমৃতপাল সিং সম্পর্কে খবর নিশ্চিত করেছি। সে আত্মসমর্পণ করেনি। পুলিশের দল রোদে গ্রামকে চারদিক থেকে ঘিরে ফেলে। অমৃতপাল সিংয়ের আর কোনো উপায় ছিল না। আমাদের দল গুরুদ্বারের ভেতরে যায়নি। গুরুদ্বারের পবিত্রতা সম্পর্কে সম্পূর্ণ যত্ন নেওয়া হয়েছিল’।

তিনি আরও বলেন, ‘আজ সকাল ৬টা ৪৫ মিনিটে অমৃতপালকে গ্রেপ্তার করে পুলিশ। অমৃতপাল সিংকে বিশেষ বিমানে আসামে পাঠানো হয়েছে। তাকে দিব্রুগড় জেলে রাখা হবে।’

অমৃতপালের স্ত্রী কিরণদীপ কউরকে তিন দিন আগে আটক করা হয়েছিল। লন্ডনগামী কিরণকে অমৃতসর বিমানবন্দরে প্রথমে আটকানো হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক দপ্তর। পরে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তাকে আটক করা হয়। সেই ঘটনার তিন দিন পরেই ধরা পড়লেন অমৃতপাল। অনেকের ধারণা স্ত্রীর টানেই অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, শনিবার সন্ধ্যাতেই মোগা শহরে পা রেখেছিলেন অমৃতপাল। তিনি যে শহরে এসেছেন, তা নিজেই ফোন করে পুলিশকে জানিয়েছিলেন।

আইকে