যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এজেন্টের গুলিতে নারী নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসি) এজেন্টের গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। নিহত নারীর পরিচয় রেনি নিকোল গুড। তার বয়স ৩৭ বছর। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং তিন সন্তানের মা বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম দাবি করেছেন, ওই নারী ইমিগ্রেশন এজেন্টকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। তাই আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। তবে অঙ্গরাজ্য ও স্থানীয় কর্মকর্তারা এই দাবির সঙ্গে একমত নন। তারা বলছেন, ঘটনাটি আত্মরক্ষার স্পষ্ট উদাহরণ নয়।
সিএনএন পর্যালোচিত তিনটি ভিডিওতে ঘটনার কিছু দিক উঠে এলেও গুলির আগে ঠিক কী ঘটেছিল তা এখনও পরিষ্কার নয়।
ভিডিও দেখা যায়, ওই এজেন্ট গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। রেনি নিকোল গাড়ি না থামিয়ে টেনে চলে যাওয়ার চেষ্টা করলে ওই এজেন্ট গাড়ির জানালা দিয়ে গুলি করে। অল্প কিছুদূর গিয়ে রেনির গাড়ি আরেকটি গাড়িতে ধাক্কা দেয়।
রেনি নিকোল হত্যার প্রতিবাদে এরইমধ্যে মিনেপোলিসে বিক্ষোভ হয়েছে। বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেয়।
