বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে একজন। এর আগে, ট্রলার ডুবির পরপরই অন্য ট্রলারের মাঝিমাল্লাদের সাহায্যে উদ্ধার করা হয় জীবিত ৮ জেলেকে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উদ্ধার হওয়া ট্রলারের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন, কুতুবদিয়ার বড়ঘোপের অমজাখালীর জশির আলমের পুত্র ট্রলারের মাঝি এহেছান ও আলী আকবর ডেইলের বাসিন্দা লেড়ু। এখনোও নিখোঁজ রয়েছেন অমজাখালী মাহামুল করিমের পুত্র কিশোর ফয়সাল।
উদ্ধার হওয়া জেলে ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৮ জানুয়ারি 'এফবি মায়ের দোয়া' নামে ট্রলারটি কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে গভীর রাতে ট্রলারটি ডুবে গেলে আট মাঝিমাল্লা অন্য ট্রলারের সাহায্যে জীবিত উদ্ধার হয়। এরপর থেকে ৩ মাঝিমাল্লা নিখোঁজ থাকে। পরে ট্রলারটি গতকাল রাতে কুতুবদিয়া নিয়ে আসা হলে ট্রলারের ভেতরে তল্লাশি চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক। তিনি জানান, ট্রলার ডুবির পর গতকাল মালিকের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়। উদ্ধার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
