যুক্তরাষ্ট্রকে 'পারস্পরিক শুল্ক' ২০ শতাংশ থেকে কমানোর প্রস্তাব বাংলাদেশের
যুক্তরাষ্ট্রকে 'রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক' ২০ শতাংশ থেকে কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির সাথে সাক্ষাৎ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন গ্রির।
শুক্রবার সকালে এক বার্তায় সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সাক্ষাৎকালে, ঢাকা-ওয়াশিংটনের মধ্যেকার বাণিজ্যিক ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন ড. খলিলুর রহমান। জানান, চুক্তি কার্যকরের আগেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি অনেকাংশে কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
এসময়, মার্কিন কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাকে শুল্ক কমানোর ব্যাপারেও সম্মতি জানান তিনি। পাশাপাশি, সাম্প্রতিক ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম সংযুক্ত হওয়ায় ব্যবসায়িক ভ্রমণ সহজ করার অনুরোধও জানান ড. খলিলুর রহমান।
উল্লেখ্য, শনিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
