মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ।
শেষ দিনে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) আসছেন আবেদনকারীরা। ১০টি বুথে নেয়া হচ্ছে আপিল। বিকেল ৫টা পর্যন্ত চলবে কার্যক্রম।
এর আগে, মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল দায়ের করা হয়েছে। চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন এসেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১০টি আপিল। এই কার্যক্রম শেষ হচ্ছে আজ।
এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।
