ইরানে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ইন্টারনেট
তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে টানা ১২ দিনের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশজুড়ে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছে অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। দেশটির বেশ কিছু স্থানে টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যহত বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় রাতে রাজধানী তেহরানে বড় ধরনের বিক্ষোভ চলাকালে ইন্টারনেট সংযোগ অকার্যকর হয়ে পড়ে বলে জানা গেছে। বহির্বিশ্বের সাথে এখন কার্যত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। ধারণা করা হচ্ছে, এতে আরও ব্যাপক জনরোষের মুখে পড়তে পারে খামেনি প্রশাসন।
এদিকে, বৃহস্পতিবার ১২ দিনে গড়িয়েছে ইরানের সহিংস বিক্ষোভ। ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া আন্দোলনটিতে এ পর্যন্ত ৪৫ জনের প্রাণহানির খবর দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিক্ষোভ ছড়িয়েছে ৩১টি প্রদেশেরই প্রায় সাড়ে ৩শ' স্থানে।
