“যুদ্ধে জেতার আগ পর্যন্ত ইউক্রনের পাশে থাকবে যুক্তরাজ্য”

ইউক্রেন এ যুদ্ধে জেতার আগ পর্যন্ত যুক্তরাজ্য সব ধরনের সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছেন ব্রিটেনের পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি।
মঙ্গলবার ওয়াশিংটন সফরকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে চ্যালেঞ্জার টু ট্যাঙ্ক দেয়ার ঘোষণা দিলে মস্কো এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। তারই জবাবে এমনটা এই কূটনীতিক এমনটা জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি বলেন, পুতিনকে পরিষ্কার বার্তা দিচ্ছি। আমরা ইউক্রেনকে কথা দিয়েছি যে, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে আছি। পুতিনের বোঝা উচিত যে যুক্তরাজ্যে হাল ছেড়ে দেবে না। এরপর ক্লিভারলি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে সাক্ষাৎ করেন।
আইকে