ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


গ্রেফতার হলেন ৩০ বছর পালিয়ে থাকা মাফিয়া ডন


১৭ জানুয়ারী ২০২৩ ২২:২৭

দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর অবশেষে ইতালির কুখ্যাত সিসিলিয়ান মাফিয়াপ্রধান মাত্তেও মেসিনা ডেনারোকে গ্রেফতার করলো পুলিশ।

জানা যায়, ৬০ বছর বয়সি ডেনারো ১৯৯৩ সাল থেকে আত্মগোপনে ছিলেন। খবর আরব নিউজের।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিসিলিয়ান শহরের একটি বেসরকারি ক্লিনিক থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিসিলিয়ান রাজধানীর লরেঞ্জো ব্যারাকে স্থানান্তর করা হয়।

জানা গেছে, আন্দ্রেয়া বোনাফেড ছদ্মনামে প্রায় এক বছর ধরে সেখানে মাঝে মধ্যে চিকিৎসা গ্রহণ করতেন ভয়ঙ্কর এ খুনি।

পুলিশ জানায়, ক্লিনিকে পুলিশ হাজির হওয়ার পর পালানোর চেষ্টা করেছিলেন ডেনারো। কিন্তু ঘিরে ফেলার পর আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করেননি।

উল্লেখ্য, ২০১৬ সালে বার্নার্ডো প্রোভেঞ্জানো এবং ২০১৭ সালে সালভাতোরে রিনার মৃত্যুর পর তাকে শীর্ষ মাফিয়ার প্রধানের পদের প্রার্থী মনে করা হয়।

আইকে