ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


চীনে করোনায় ৩৫ দিনে ৬০ হাজার মৃত্যু


১৫ জানুয়ারী ২০২৩ ১০:১৭

জিরো কোভিড নীতি বাতিলের পর গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত চীনে অন্তত ৬০ হাজার মানুষ করোনায় মারা গেছেন।

আজ শনিবার প্রথম বারের মতো চীনের সরকারি স্বাস্থ্য সংস্থা করোনায় প্রাণহানির এই তথ্য প্রকাশ করে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই জানিয়েছেন, মেডিকেল ইনস্টিটিউটগুলো গত এক মাসের কিছু বেশি সময়ে কোভিড সংক্রমণের কারণে সৃষ্ট শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৫ হাজার ৫০৩ জনের প্রাণহানির তথ্য রেকর্ড করেছে।

এছাড়া একই সময়ে কোভিডে আক্রান্ত এবং ক্যানসার বা কার্ডিওভাসকুলারের মতো বিভিন্ন রোগে অসুস্থ আরও ৫৪ হাজার ৪৩৫ জন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশই বয়স্ক, যাদের গড় বয়স ৮০ বছরের বেশি।

আইকে