ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


লিথুয়ানিয়ায় গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণ


১৫ জানুয়ারী ২০২৩ ০১:৩৯

লিথুয়ানিয়া ও লাটভিয়া সীমান্ত লাগোয়া একটি গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকালে লাটভিয়া সীমান্তবর্তী পাসভ্যালিস অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর আশপাশের এলাকা আলোকিত হয়ে যায়।

যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী আর্টিস প্যাবিক্স টুইটারে জানান, ঘটনার কারণ তদন্ত করা হবে। নাশকতার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

আইকে