ঢাকা বুধবার, ১২ই নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২


জাতিসংঘের বিশেষ দূত থেকে সরে গেলেন অ্যাঞ্জেলিনা জোলি


১৭ ডিসেম্বর ২০২২ ২৩:১৬

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূতের ভূমিকায় আর থাকবেন না হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

গতকাল শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে জোলি বলেন, ‘আমি শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়াতে আগামীতে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাব। এতোদিন জাতিসংঘের সঙ্গে কাজ করার পর মনে হচ্ছে এখন আমার ভিন্নভাবে কাজ করার সময় এসেছে।’

গত ২১ বছরে ৬০টিরও বেশি ফিল্ড অ্যাসাইনমেন্টে কাজ করেছেন জোলি। এরপর ২০১২ সাল থেকে তিনি শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জোলিকে তার সেবার জন্য ধন্যবাদ জানান।

আইকে