মালয়েশিয়ায় ভূমিধস: নিহত বেড়ে ২১

মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৩টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ভূমিধসের ঘটনা ঘটে।
ওই সময় সবাই ঘুমিয়ে ছিলেন বলে কর্মকর্তারা জানায়। ঘটনার পর থেকে ৪০০ উদ্ধারকর্মী কাজ শুরু করেন।
কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ৫ জন শিশু ও ১২ জন নারী রয়েছেন এবং তারা সবাই মালয়েশীয়।
এর আগেও মালয়েশিয়ার সবচেয়ে সমৃদ্ধ রাজ্য সেলাঙ্গরে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। বন উজাড় ও পাহাড় কাটার কারণেই এসব ভূমিধসের ঘটনা ঘটছে বলে মত বিশেষজ্ঞদের।
আইকে