ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


ভারতে বিষাক্ত মদপানে ৩১ মৃত্যু


১৬ ডিসেম্বর ২০২২ ০৬:৩২

ভারতের বিহারে বিষাক্ত মদপানে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিহারের সারান জেলার গত ১৩ ডিসেম্বর কয়েকজন ব্যক্তি বিষাক্ত মদপান করেন। এর পরপরই তারা বমি শুরু করেন। পরে তাদের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার পথে কয়েকজন মারা যান। বাকিরা বুধবার এবং বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটানার পর ওই এলাকায় অবৈধ মদের দোকান বন্ধে অভিযান চালানো হচ্ছে। ইতমধ্যে ১২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দু'টি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে ভেজাল মদ পানে দেশটির গুজরাটে অন্তত ৪২ জনের মৃত্যু হয়। ২০২০ সালে দেশটির পাঞ্জাবে মদপানে ১২০ জনের মৃত্যু হয়েছিল।

আইকে