ঢাকা বুধবার, ১২ই নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২


কঙ্গোয় বন্যা-ভূমিধসে নিহত অন্তত ১০০


১৫ ডিসেম্বর ২০২২ ০২:১১

আফ্রিকার দেশ কঙ্গোয় ভয়াবহ বন্যা আর ভূমিধসে প্রাণ হারালেন কমপক্ষে ১০০ মানুষ।

দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি এখনও চলছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বিবৃতিতে জানান, সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাপ চলছে। রাজধানী কিনসাসায় দুর্ভোগে পরেছেন এক কোটি ২০ লাখ মানুষ। বন্যাদুর্গত রাজধানীর আশপাশের ২৪টি এলাকা। নোংরা পানি আর কাঁদামাটিতে ডুবে যায় ঘরবাড়ি-স্থাপনা।সাম্প্রতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির গালিমা এলাকা। সেখানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৬ জন বাসিন্দা, এখনও চলছে ভূমিধসে চাপা পরা মানুষদের উদ্ধারের কাজ।

প্রাণহানি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইকে