ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের সংঘর্ষ


১৪ ডিসেম্বর ২০২২ ০২:০৩

ভারতের অরুণাচল সীমান্তে ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়েছেন।

গত শুক্রবার দু’দেশের মধ্যে সীমান্ত বিভাজনকারী প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সীমান্তে সংঘর্ষের এ ঘটনা গত শুক্রবার গভীর রাতে ঘটলেও বিষয়টি মঙ্গলবার ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।

এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরবর্তী করণীয় নির্ধারণে আজ তিন বাহিনীর প্রধানের সাথে জরুরি আলোচনায় বসবেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

উচ্চ পর্যায়ের বৈঠকে আরও উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ এবং পররাষ্ট্র সচিবরা। এরপরই দেশটির প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সামনে উপস্থাপন করা হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। এরপরেই ঠিক করা হবে রাজনৈতিক পদক্ষেপ।

এর আগে, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশকারী চীনা সেনাদের ভারতীয় বাহিনী বাধা দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল।

আইকে