ঢাকা বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


ফ্রান্সকে উৎসাহ দিতে কাতার যাচ্ছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ


১৩ ডিসেম্বর ২০২২ ০৪:০৩

কাতার বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারের টিকিট কাটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এবার নিজ দেশকে উৎসাহ দিতে কাতার যাচ্ছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলিয়ে ঔদেয়া ক্যাসতেরা রোববার এই তথ্য নিশ্চিত জানায়।

দেশটির বেতার মাধ্যম ফ্রান্সইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে, তবে বুধবার ম্যাচের দিন তিনি যে কাতারে থাকবেন— তা নিশ্চিত।’

অবশ্য ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর এক মাস আগেই জানিয়েছিল, বিশ্বকাপ ২০২২ আসরের সেমিফাইনাল পর্বে কাতারে যাবেন ম্যাক্রোঁ।

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ইতিহাস সৃষ্টি করা মরক্কো। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশ বিশ্বকাপের সেমিফাইনাল পর্বে উঠল মরক্কো।

আগামী বুধবার সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো।

আইকে