ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


আফগান বাহিনীর গোলাবর্ষণে ৬ পাকিস্তানি নিহত


১২ ডিসেম্বর ২০২২ ১১:২৭

পাকিস্তানের বেলুচিস্তানের চামান জেলায় বেসামরিক মানুষের ওপর রোববার আফগান সীমান্তরক্ষী বাহিনী ‘বিনা উসকানি ও নির্বিচারে গোলাবর্ষণ করলে’ কমপক্ষে ছয়জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। পাক সেনাবাহিনীর মিডিয়া শাখা এ তথ্য জানায়।

ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, হামলায় কামান ও মর্টারসহ ভারী অস্ত্র ব্যবহার করেছে আফগান বাহিনী।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সৈন্যরা অনাকাঙ্ক্ষিত এ হামলার বিরুদ্ধে সমুচিত জবাব দিয়েছে। তবে ওই অঞ্চলের বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা হয়নি।

এতে আরও বলা হয়, পরিস্থিতির তীব্রতা তুলে ধরে কাবুলের সঙ্গে যোগাযোগ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

চামান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আবদুল্লাহ আলী কাসি ডন ডটকমকে বলেন, পাকিস্তানি ভূখণ্ডে মর্টার শেল নিক্ষেপের পর গোলাগুলি শুরু হয়।

তিনি বলেন, চারজন ছাড়া সব আহতকে চামান জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া যাদেরকে গুরুতর আহত বলে মনে হয়েছে এবং তাদেরকে কোয়েটায় স্থানান্তর করা হয়েছে।

স্বাস্থ্য সচিব সালেহ মুহাম্মদ নাসিরের নির্দেশে কোয়েটা সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আবদুল কুদ্দুস বিজেঞ্জো।

তিনি বলেন, আমি আশা করি কেন্দ্রীয় সরকার কূটনৈতিক পর্যায়ে এই সমস্যার অবিলম্বে এবং কার্যকর সমাধান নিশ্চিত করবে।

চামানের জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা দেওয়ার নির্দেশও দেন তিনি।

সূত্র : ডন

আইকে