ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত পর্তুগাল

টানা ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যা কবলিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবন।
বুধবার (৭ ডিসেম্বর) থেকে টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে এ দুর্যোগ পরিস্থিতি।
এতে তলিয়ে যায় শহরের বেশিরভাগ এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, রেলস্টেশন। জলাবদ্ধতার জেরে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। বন্যার পানি ঢুকে গেছে হাসপাতালেও। পানির তোড়ে তলিয়ে যায় বহু যানবাহন।
বিমানবন্দরের রানওয়েতে জলাবদ্ধতার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
আইকে