ঢাকা সোমবার, ১৩ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


৫ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিলো ইরান


৭ ডিসেম্বর ২০২২ ১১:২৪

ইরানে হিজাব ইস্যুতে বিক্ষোভের সময় আধাসামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

এই মামলায় মোট ১৩ জন পুরুষ ও তিন নাবালকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়ে। এদের সবাইকে বিভিন্ন সাজা দেওয়া হয়েছে।

জানা যায়, রুহুল্লা আজামিয়া নামের আধাসামরিক বাহিনীর সদস্যের মৃত্যুর সময় ১৬ জনের একটি দল তাকে ঘিরে ধরেছিল। তাদের পাথর ও ছুরির আঘাতেই মৃত্যু হয় আজামিয়ার।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের হেফাজতে মৃত্যু হয় মাহসা আমিনি নামে এক তরুণীর। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয় সহিংস বিক্ষোভ। ২১ সেপ্টেম্বর বিক্ষোভ চলাকালে হাদিস নাজাফি আরেক তরুণীর মৃত্যু হয়। নাজাফির মৃত্যুর প্রতিবাদে নভেম্বরে স্বজনরা বিক্ষোভ করে। এই সময় বিক্ষোভকারীরা আজামিয়ার ওপর হামলা চালায়।

আইকে