সিনেমা দেখায় ২ কিশোরকে গুলি করে হত্যা

দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখার অভিযোগে উত্তর কোরিয়ায় ১৬ এবং ১৭ বছর বয়সী দুই কিশোরকে গুলি করে হত্যা করেছে দেশটির কর্তৃপক্ষ।
মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির হাইসান শহরের এক বিমানবন্দরে স্থানীয়দের সামনে ওই দুই কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মিররের খবরে বলা হয়, চলতি বছরের গত অক্টোবরে ওই দুই কিশোরের মৃত্যুদণ্ড দেওয়া হয় কিন্তু সম্প্রতি এই খবর প্রকাশ্যে এসেছে।
এদিকে ডেইলি মেইল বলছে, সৎমাকে খুনের অভিযোগে দেশটিতে একই বয়সী আরেক কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার বাইরের সংবাদ মাধ্যমের প্রবেশের কড়া নিষেধাজ্ঞা আছে।
উল্লেখ্য, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে তাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে মনে করে। দেশটির যেকোনো সিনেমা বা মিডিয়া উত্তর কোরিয়ায় নিষিদ্ধ।
আইকে