ঢাকা শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫, ২৮শে ভাদ্র ১৪৩২


সিড়ি থেকে পড়ে মলত্যাগ করেছেন পুতিন: নিউইয়র্ক পোস্ট


৬ ডিসেম্বর ২০২২ ০১:১৯

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতা নিয়ে নতুন জল্পনা চাউর হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যজনিত সমস্যার কারণে পুতিন সিঁড়ি থেকে পড়ে গেছেন। ৭০ বছর বয়সী এই রুশ নেতা মস্কোর সরকারি বাসভবন থেকে দুর্ভাগ্যজনকভাবে পড়ে যান।

গত ২ ডিসেম্বের নিউ ইয়র্কের পোস্ট ‘জেনারেল এসভিআর’ নামের সাবেক এক রুশ গোয়েন্দা কর্মকর্তার টেলিগ্রাম চ্যানেলের বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে।

সেখানে বলা হয়, চলতি সপ্তাহে মস্কোর নিজ বাসভবনের সিঁড়ি থেকে পড়ে যান পুতিন। তিনি বেশ কয়েক ধাপ গড়িয়ে নিচে নামেন। পাকস্থলিতে ক্যানসার থাকায় অনিচ্ছাকৃত মলত্যাগ করে পোশাকও নোংরা করে ফেলেন পুতিন।

সেই সময় নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিক প্রেসিডেন্ট পুতিনকে সাহায্যের জন্য ছুটে আসেন। তবে এই ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর থেকে পুতিনের শারীরিক সমস্যা সংক্রান্ত নানা গুঞ্জনের কথা শুরু হয়। তবে এই নিয়ে ক্রেমলিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আইকে