ঢাকা বুধবার, ২৪শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


বিশ্বে করোনায় আরও ৪৬২ জনের মৃত্যু


৫ ডিসেম্বর ২০২২ ২০:২০

ফাইল ছবি

বিশ্বে চলমান করোনা মহামারিতে নতুন করে আরও ৪৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৫৪ জন।

সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৪৬ হাজার ২২৩ জনে। আর আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ৫৮৪ জনে।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এসময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৫৬৬ জন। আর মারা গেছেন ১৫১ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৫২ লাখ ২০ হাজার ৪৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫০ হাজার ৩৪৪ জন মারা গেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩৫৮ জন। মারা গেছেন ৩ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৮ লাখ ৭ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১১ লাখ ৬ হাজার ৬৬০ জনের।

আইএ/


করোনা