ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ফের ২ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েল বাহিনীর


২ ডিসেম্বর ২০২২ ০৪:১২

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরনার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়লের নিরাপত্তা বাহিনী। এতে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের কর্মকর্তারা এই তথ্য জানায়। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, এতে করে গত ৭২ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হাতে আটজনের বেশি ফিলস্তিনি নিহত হলেন। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ডব্লিউএএফএ বলছে, বৃহস্পতিবার ২৭ বছর বয়সী নাঈম জামাল আল-জুবাইদি এবং ২৬ বছর বয়সী মোহাম্মেদ আয়মান আল-সাদি নিহত হয়েছেন। এছাড়া আরও একজন আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, জঙ্গিদের গ্রেপ্তারে অভিযানে গেলে তাদের বাহিনীর ওপর লক্ষ করে গুলি ছোড়া হয়, এতে তারা পাল্টা গুলি ছুড়ে। দুইজনের লাশ ফিলিস্তিনি জনতা জেনিন শরনার্থী শিবির থেকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসে।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে আল-জাজিরা বলছে। চলতি বছরের এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ২১০ জন নিহত হয়েছেন।

আইকে