ঢাকা সোমবার, ১৩ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


পাকিস্তানের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৯


১ ডিসেম্বর ২০২২ ২৩:৩৬

পাকিস্তানের একটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪ জন।

বুধবার (৩০ নভেম্বর) দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওরাকজাই জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সূত্র- গালফ নিউজ।

ওরাকজাই জেলা প্রশাসক জানায়, ওই সময় খনিতে ১৩ জন শ্রমিক ছিলেন। বিস্ফোরণের পর সেখান থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়। অবশিষ্ট চার খনি শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। তারা গুরুতর আহত হয়েছেন। মূলত খনির ভেতরে গ্যাসের স্পার্কের কারণে বিস্ফোরণটি ঘটেছে।

কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্থানীয় সরকার কর্মকর্তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কয়লা খনন শিল্পে নিরাপত্তার মানগুলো সাধারণত উপেক্ষা করা হয়। এ কারণে সাম্প্রতিক বছরগুলোতে কয়লা খনি দুর্ঘটনায় দেশটিতে অসংখ্য খনি শ্রমিক নিহত হয়।

আইকে