ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


আফগানিস্তানে মাদরাসায় বিস্ফোরণ, নিহত ১৫


১ ডিসেম্বর ২০২২ ০৭:৫৩

আফগানিস্তানের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন।

বুধবার (৩০ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের সামাঙ্গান প্রদেশের রাজধানী আইবাকে অবস্থিত জাহদিয়া মাদরাসায় এ বিস্ফোরণ ঘটে।

দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

বিস্ফোরণের বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি সামাঙ্গানের প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, হতাহতের সবাই শিশু ও সাধারণ মানুষ।

নতুনসময়/আইকে