ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পুলিশসহ নিহত ৩


১ ডিসেম্বর ২০২২ ০২:৫৩

পাকিস্তানে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ির কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তা এবং দুই বেসামরিক নাগরিকসহ তিনজন নিহত হয়েছে।

বুধবার দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার বালেলি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ২০ জন পুলিশ সদস্য এবং তিনজন বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।

দেশটির পুলিশ জানায়, বিস্ফোরণে মোট তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে— একটি পুলিশ ট্রাক, একটি সুজুকি মেহরান এবং একটি টয়োটা করোলা। এ হামলায় ২৫ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নতুনসময়/আইকে