ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


আরও তিন নভোচারী পাঠাল চীন


১ ডিসেম্বর ২০২২ ০০:০৪

মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে আরও নতুন তিন নভোচারী পাঠিয়েছে চীন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) শেনঝো-১৫ নভোযানে করে তারা মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন।

নতুন নভোচারীরা মহাকাশ স্টেশনটিতে ছয় মাস অবস্থান করবেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানায়।

জানা যায়, তিয়ানগং চীনের নিজস্ব মহাকাশ স্টেশন। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ কার্যক্রম থেকে বাদ দেওয়া হয় চীনকে। এরপর নিজস্ব স্টেশন তৈরিতে মনোযোগ দেয় দেশটি।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই নতুন নভোচারীদের নিয়ে যাত্রা শুরু করে শেংঝৌ-১৫ নভোযানটি। নভোচারীরা মহাকাশ স্টেশনটিতে যন্ত্রাংশ প্রতিস্থাপন করবেন। মহাকাশ স্টেশন তৈরি প্রক্রিয়ার সর্বশেষ অংশ ছিল এটি। তিয়ানগং স্টেশনটি প্রায় এক দশক মহাকাশে থাকবে।

নতুনসময়/আইকে