তুরস্কে নারীর ওপর সহিংসতা রোধে রাজপথে বিক্ষোভকারীরা

নারীর ওপর সহিংসতা রোধে বিক্ষোভে উত্তাল তুরস্ক। আটক হয়েছেন বহু মানুষ। ৩ বাসভর্তি বিক্ষোভকারীকে নেয়া হয়েছে স্থানীয় পুলিশ স্টেশনে।
শনিবার ইস্তাম্বুলের রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ।
এসময় সহিংসতা রোধের পাশাপাশি নারী সুরক্ষায় সই হওয়া আন্তর্জাতিক সমঝোতায় তুরস্কের ফেরার দাবি তোলেন তারা।
সরকারি নির্দেশনা অমান্য করেই তাসকিম স্কয়ারের দিকে যাচ্ছিলো বিশাল দলটি। কিন্তু এলাকাটিতে ঢুকতে বাধা দেয় পুলিশ। মুহূর্তেই দু’পক্ষের সংঘাতে এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে। লাঠিচার্জের পর বিক্ষোভকারীদের তোলা হয় পুলিশের গাড়িতে।
নতুনসময়/আইকে