ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১০

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ - এ।
শুক্রবার দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানায়।
সোমবার পশ্চিম জাভাতে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল পশ্চিম জাভার সিয়ানজুর এলাকায়। ভূমিকম্পের পর পশ্চিম জাভায় ভূমিধস ও ভবস ধসে পড়ার ঘটনা ঘটে।
দুর্যোগ প্রশমন সংস্থা প্রধান সুহরিয়ানতো জানিয়েছেন, ভূমিকম্পের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২৪ জন।
সূত্র : এএফপি
নতুনসময়/আইকে