ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আনোয়ার ইব্রাহিম


২৫ নভেম্বর ২০২২ ১০:৪৯

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানী কুয়ালালামপুরে আস্তানা নেগারা রাজপ্রাসাদে রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৭৫ বছর বয়সী পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। খবর : বিবিসির।

রাজার কাছে শপথ ও রাজকীয় আদেশে স্বাক্ষর অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

শপথ নেওয়ার পর প্রথম টুইটবার্তায় আনোয়ার জানান, দলের ইচ্ছে এবং বিবেকের কারণে এই গুরুদায়িত্ব কাঁধে নিলেন তিনি।

১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচন। তবে পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে সরকার গঠনের জন্য ১১২টি আসন পায়নি কোনো জোটই। এ অবস্থায় রাজার হস্তক্ষেপে আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হলেন।

নতুনসময়/আইকে