ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাকে টার্গেট করে রাশিয়ার বড় ধরনের হামলা


২৫ নভেম্বর ২০২২ ০৫:৪২

ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাকে টার্গেট করে আবারও বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের।

ইউক্রেনের সেনাপ্রধানের দাবি, বুধবার ৬৭টি ক্রুজ মিসাইল ছুড়েছে মস্কো। যার মধ্যে ৫১টি ঠেকিয়েছে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এখনও অন্ধকারে রাজধানী কিয়েভ। পানি নেই বেশিরভাগ এলাকায়। হামলার শিকার পশ্চিমাঞ্চলীয় শহর লভিভও।

ইতোমধ্যে ইউক্রেনে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামতে শুরু করেছে। কিন্তু বিদ্যুতের অভাবে উত্তাপের ব্যবস্থা করা যাচ্ছে নাবলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নতুনসময়/আইকে