ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট সুপারশপে বন্দুকধারীর হামলা, নিহত ১০


২৪ নভেম্বর ২০২২ ০৬:৩৪

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ওয়ালমার্ট সুপারশপে বন্দুকধারীর হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

ধারণা করা হচ্ছে হামলাকারী ছিলেন ওই সুপারশপেরই ম্যানেজার। প্রথমে এলোপাতাড়ি গুলি চালিয়ে পরে নিজেও আত্মহত্যা করেন তিনি। খবর বিবিসির।

মঙ্গলবার (২২ নভেম্বর) ভার্জিনিয়ার চেসাপিক শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, হামলাটি সুপারশপের ভেতরেই সংঘটিত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হামলার সাথে একজনই জড়িত ছিলেন। এ ঘটনার জোরালো তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

এর মাত্র কয়েকদিন আগে রোববার (২০ নভেম্বর) কলোরাডোয় সমকামীদের একটি নাইটক্লাবে হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান ৫ জন, আহত হন আরও ১৮। ওই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

নতুনসময়/আইকে