ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


আর্জেন্টিনার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে সৌদিতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা


২৩ নভেম্বর ২০২২ ২৩:২০

প্রথম ম্যাচে অঘটনের সাক্ষী হল ফেভারিট আর্জেন্টিনা। কাতারে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোল ব্যবধানে হেরেছে মেসির দল। আর ঐতিহাসিক জয়ের পর একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সৌদি আরব।

মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয় সরকারি ঘোষণা অনুসারে বুধবার রাষ্ট্রীয় ছুটি থাকবে দেশটিতে।

খালিজ টাইমস সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে সৌদি আরবের ঐতিহাসিক জয় উদযাপনের জন্য এই ছুটি ঘোষণা করা হয়। এই ছুটি সৌদি আরবের সরকারি ও বেসরকারি এবং শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, জাতীয় দলের ফুটবলারদের জয় উৎযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ছুটির এ প্রস্তাব দেন। এরপর ছুটির বিষয়টি অনুমোদন দেন বাদশাহ সালমান।

মঙ্গলবার সৌদি আরব এবারের বিশ্বকাপের ফেভারিট দল আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে। এটিকে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অঘটন হিসেবে মনে করা হচ্ছে।

এমন বিশাল জয় উদ্যাপন করতে সৌদি আরবের শহরগুলিতে রাস্তায় নেমে আসে জনতা। আ রিয়াদের রাস্তায় ছাদখোলা গাড়িতে যুবকদেরকে উল্লাস করতে দেখা গেছে। কেউ আবার বিশ্বকাপের রেপ্লিকা নিয়ে ফুটপাতের ওপর আনন্দ করেছেন। দৃশ্যটা শুধু রিয়াদে নয়, সৌদি আরবজুড়েই যেন ঈদের আনন্দ লেগেছে।

নতুনসময়/আইকে