ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত


২৩ নভেম্বর ২০২২ ০২:৩৯

কলম্বিয়ার মেডেলিন শহরে সোমবার একটি আবাসিক এলাকায় ছোট্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন।

আট আরোহীর মধ্যে ছয়জন যাত্রী এবং দুজন ক্রু ছিলেন।

বিমানটি শহরের বেলেন রোসালিস এলাকায় পড়েছে এবং এতে অন্তত বিধ্বস্ত হয়েছে সাতটি বাড়ি-ঘর।

দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, ওলেয়া হেরেরা এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরই নিয়ন্ত্রণ হারায় উড়োযানটি। কাছের লোকালয়ে অন্তত ৬টি ভবনে বিমানটির ধাক্কা লাগে। পরে ৩ টুকরায় ভেঙ্গে পড়ে উড়োযানটি।

নতুনসময়/আইকে