ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ


২২ নভেম্বর ২০২২ ০১:৪৪

রুশ নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে ব্যাপক বিস্ফোরণ হয়েছে।

এ ঘটনায় উদ্বিগ্ন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, আএইএ। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসি এক বিবৃতিতে জানান, স্পর্শকাতর পরমাণু কেন্দ্রটি ঘিরে হচ্ছে ব্যাপক গোলাবর্ষণ।

তিনি বলেন, এটা গোটা বিশ্বের জন্যেই ঝুঁকি।

সম্প্রতি, নিয়ন্ত্রণে নেয়া এ অঞ্চলটিতে হামলার জন্য ইউক্রেনকে দোষারোপ করছে রাশিয়া।

অন্যদিকে কিয়েভের দাবি, রবিবার সকাল থেকে গুরুত্বপূর্ণ এলাকাটিতে অন্ততঃ ১২ দফা মিসাইল হামলা চালানো হয়েছে। যা খুবই বিপজ্জনক।

নতুনসময়/আইকে