ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতা’, ইরানে ৪ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড


১৭ নভেম্বর ২০২২ ২২:২৩

ইরানে আরও চারজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের একটি আদালত। ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

পুলিশের হেফাজতে মাসা আমিনি নামে একজন তরুণীর মৃত্যুর প্রতিবাদে এসব মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করেছিলেন। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড পাওয়া এই চার ব্যক্তির একজন তার গাড়ির ধাক্কায় এক পুলিশ সদস্যকে হত্যা করেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে একটি ছুরি ও একটি বন্দুক ছিল। তৃতীয় ব্যক্তি সড়ক অবরোধ করে ত্রাস চালান। চতুর্থ ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালিয়েছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে বিগত তিন মাস ধরে সরকারবিরোধী এ বিক্ষোভ চলছে। এর আগে একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এ নিয়ে পাঁচজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।

নতুনসময়/আইকে