ঢাকা রবিবার, ১২ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১


পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেন ছুড়েছিল


১৭ নভেম্বর ২০২২ ০৮:২৭

পোল্যান্ডে আঘাত হানা দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বাহিনী ছুড়েছিল।

বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানায়।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসন থেকে গত চলতি সপ্তাহের শুরুতে নিজেদের বাহিনী প্রত্যাহার করে রাশিয়া।
রোববার থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া। মঙ্গলবার রাজধানী কিয়েভে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো।

এর মধ্যেই বুধবার , ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় গ্রাম সেবোদুফে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রাথমিকভাবে অভিযোগের তীর রাশিয়ার দিকে তোলা হয়েছিল।

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পোল্যান্ডের যে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে সেটি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে। রাশিয়া এই হামলা চালায়নি।

নতুনসময়/আইকে