ভারতের মিজোরামে পাথর খনি ধসে ৮ শ্রমিক নিহত

ভারতের মিজোরাম রাজ্যে একটি পাথর খনি ধসে ১২ অভিবাসী শ্রমিক আটকা পড়ার একদিন পর উদ্ধার করা হলো ৮ জনের মৃতদেহ ।
নিখোঁজ আরও ৪ শ্রমিকের সন্ধানে মঙ্গলবারও তল্লাশি চালানো হচ্ছে।
ধারণা করা হচ্ছে, এরা পাথরের নিচে চাপা পড়ে আছেন। সোমবার মিজোরামে একটি পাথর খনি ধসে পড়লে ১২ জন শ্রমিক পাথরের নিচে চাপ পড়েন।
এক বিবৃতিতে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী বলেছে, ‘ময়নাতদন্তের পর মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে। তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েচে এবং নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত চলবে বলেও জানানো হয়।
নতুনসময়/আইকে