ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


তুরস্কে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ৮


১৫ নভেম্বর ২০২২ ০২:৫৪

তুরস্কের গুরুত্বপূর্ণ শহর ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হন অন্তত ৮১ জন।

এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু।

সোয়লু জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। বিস্ফোরিত বোমাটি তিনি ফেলে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এর আগে রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তাম্বুলের ইস্তিকলাল এভিন্যু এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

নতুনসময়/আইকে