ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


খেরসনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া: জেলেনস্কি


১৪ নভেম্বর ২০২২ ২৩:৫০

খেরসনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, রুশ বাহিনী প্রত্যাহারের পর খেরসন অঞ্চলে চারশোর বেশি যুদ্ধাপরাধ উন্মোচন করেছেন তদন্তকারীরা।

আজ সোমবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, খেরসনে সেনা ও বেসামরিক নাগরিকের মরদেহ পাওয়া গেছে। অঞ্চলটিতে এখন ইউক্রেনের কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। সেইসঙ্গে এতে প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তবে বিবিসির পক্ষ থেকে নিরপেক্ষভাবে জেলেনস্কির এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

নতুনসময়/আইকে