ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

সোমবার থেকে নামতে পারে বৃষ্টি


১১ মে ২০১৯ ২১:৪৩

তীব্র তাপদাহ চলছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে আগামী ৪৮ ঘণ্টায় কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক শনিবার (১১ মে) বলেছেন, আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে তাপমাত্রা কমতে পারে।

তিনি বলেন, বৃষ্টি হওয়ার পর ঢাকা, রাজশাহী, খুলনাসহ কয়েকটি অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমবে। এতে কমবে তাপমাত্রা। এ সময় উত্তরাঞ্চলে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুইএক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। রাজধানীতে ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।


নতুনসময়/এনএইচ